বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করা হয়। পরে আলোচনা সভা,কেক কাটা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা দলের সভাপতি শাহীন ফেরদৌসী হ্যাপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু,ফারুক হোসেন সামাদ,প্রভাষক ফকির রাসেল আল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন টুলু,শ্রমিকদল নেতা হারুনর রশীদ,ও মজনু মোল্লা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাসরিন নাহার শিল্পী।