Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দুদুকের ১৮৩ তম গণশুনানিতে নেত্রকোনায় মুখোমুখি ২৭ সরকারি দপ্তর।

মহিউদ্দিন তালুকদার জেলা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা ” গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক)কের ১৮৩ তম গণশুনানি নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (০৭ সেপ্টেম্বর ) নেত্রকোনা জেলা পাবলিক হলে জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান এর সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : দুদকের মহাপরিচালক ( প্রতিরোধ ) মোঃ আক্তার হোসেন এবং দুদকের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ তাজুল ইসলাম ভূঁইয়া।
সামাজিক সচেতনতা সৃষ্টি, সরকারি,স্বায়ত্তশাসিত দপ্তর- সংস্থা সমূহের কর্মচারীদের স্বচ্ছতা- জবাবদিহিতা নিশ্চিত করা, সেবার মান বৃদ্ধি, সেবা গ্রহিতাদের হয়রানী রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে দুদক সারাদেশে গণশুনানির আয়োজন করে।
আজকের গণশুনানিতে নেত্রকোনা জেলার ২৭ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে দুদকের তফসিল ভুক্ত ৯৬ অভিযোগের শুনানি হয়।
যে ২৭ টি সরকারি দপ্তরের বিরুদ্ধে গণশুনানি হয়েছে নিচে উল্লেখ করা হলো : পাসপোর্ট অফিসের ০৩ টি, বি.আর.টি.এ. অফিসের ০১ টি, সড়ক ও জনপথ অধিদপ্তরের ০১ টি,জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ০৫ টি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ০১টি, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের ০২ টি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ০৩ টি, পল্লী বিদ্যুৎ সমিতির ০৮ টি, তিতাস গ্যাস টি এন্ড ডি কো: লি: এর ০৪ টি, জেলা সদর সাব-রেজিস্ট্রি অফিসের ০৫ টি, জেলা রেজিস্ট্রি অফিসের ০৫ টি, নেত্রকোনা সদর হাসপাতালের ১২ টি।
সিভিল সার্জন অফিসের ০২ টি, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ০১ টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ০১ টি, জেলা কারাগারের ০১ টি,জেলা ত্রাণ ও পুনবার্সন অফিসের ০১ টি, জেলা সমাজ সেবা অফিসের ০২ টি, জেলা হিসাব রক্ষণ অফিসের ০১ টি, জেলা নির্বাচন অফিসের ০১ টি, কৃষি ব্যাংকের ০১ টি, নেত্রকোনা পৌরসভার ০২ টি,
জেলা পরিষদের ০১ টি, নেত্রকোনা মডেল থানার ০১ টি, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসারের ০২ টি, নেত্রকোনা সদর সহকারী কমিশনার ভূমি অফিসের ২৫ টি, জেলা প্রশাসকের কার্যালয়ের ০৪ টি অভিযোগসহ মোট ৯৬ টি অভিযোগ জমা হয়। এর মধ্যে একটি অভিযোগের বিষয়ে দুদকের অনুসন্ধান এবং ২২টি তাৎক্ষণিক সমাধান দেয়া হয়।
এর মধ্যে গণমাধ্যম কর্মীর ও কেন্দুয়া উপজেলার বলাই শিমুল ৩০ লাখ টাকার কচন্দরা খেলার মাঠে মাটি ভরাটের অর্থ আত্মসাৎ প্রসঙ্গে দুর্নীতির অভিযোগ উঠে আসে। ঐ প্রকল্পের সভাপতি আওয়ামী লীগের দোসর হওয়াতে ৫ ই আগষ্টে পালিয়ে যায়।
বাকী অভিযোগগুলো সমন্বিত জেলা কার্যালয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।