Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই হাবীব আজম।

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার:-
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

১৪৪৭ হিজরী পাবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)২৫ খ্রিঃ সকাল সাড়ে ৯ ঘটিকার সময় রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের হল রুমে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথিঃ
হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।
এ-সময় তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম।
ইসলাম নিজেদের মত অন্যদেরকেও ভালোবাসতে উদ্বুদ্ধ করে।


ইসলাম মানুষকে নিজের, স্বজনের, স্বদেশের তথা বিশ্ববাসীর কল্যাণের জন্য সক্রিয় ভূমিকা পালনে ও ত্যাগ স্বীকারের প্রেরণা যোগায়। আর তাতেই বিশ্ববাসীর জীবনধারায় নেমে আসে প্রশান্তি এবং বিদূরিত হয় অশান্তি, হিংসা, বিদ্বেষ এবং হানাহানি।
ইসলামের শিক্ষা হল, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।

প্রতিযোগিতায় মোট ২৫০ জন প্রতিযোগি অংশগ্রহণ করেন।
২৭ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বেঃ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম।

সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আদর্শ বিষয়ের উপর আলোচনা করেন।
সর্বশেষে শেষে দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।