Crime News tv 24
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
আগস্ট ১৮, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট সদরের পল্লী উন্নয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) বিদ্যালয়ের অডিটোরিয়ামে অত্র বিদ্যালয়ের সভাপতি শেখ হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফকির আল মামুন টিপু, বিশেষ অতিথি ছিলেন রাখালগাছি ইউনিয়ন জামায়াত ইসলামী সভাপতি মো: আরিফ বিল্লাহ, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান, শেখ সেলিম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ আঃ হাকিম, ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস ছালাম বিশ্বাস, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাওলাদার মনিরুজ্জামান, শেখ নাজমুল ইসলাম প্রমুখ।

সভায় শিক্ষকরা শিক্ষার্থীদের পাঠদানে অগ্রগতি, শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার প্রস্তুতি নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে। সন্তানদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবকদের ভূমিকা অপরিসীম।”

সভায় বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অপরিহার্য। অভিভাবকদের আহ্বান জানানো হয়, যেন তারা সন্তানদের পড়াশোনায় ঘাটতি না রাখেন এবং বিদ্যালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখেন।

মতবিনিময় সভায় সকলে একসঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।