Crime News tv 24
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংকের ১৬ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার- ইউনুচ শেখ।

Link Copied!

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় থানা পুলিশ মো. ইউনুচ শেখ (৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে। সে
উপজেলার নিকলাপুর এলাকার ইনসান শেখ এর ছেলে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইলাইপুর এলাকা থেকে শনিবার ১৭ আগস্ট ভোর রাতে তাকে আটক করে। টাকা লুটের ঘটনায় শাখা ব্যবস্থাপক কামরূল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন, যার নং-১৭।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে কৃষি ব্যাংকে লুটের ঘটনা ঘটে।

ব্যাংকের এই শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত।

ব্যাংকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ব্যাংকে থাকা ১৬ লাখ টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা যায় লুটকারীরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেওয়ায় তাদের চেহারা দেখা যাচ্ছে না।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা।

সবকিছু এলোমেলো। নিরাপত্তা প্রহরী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম এর স্ত্রী অসুস্থ থাকার কারণে শুক্রবার ব্যাংকে দুপুর ২টার দিকে একবার এসে দেখেছে সব ঠিক আছে।

বিকাল-রাতের মধ্যে যে কোন সময় এঘটনা ঘটতে পারে বলে তিনি জানান। কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরূল ইসলাম জানান, আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিলো, যা লুট হয়ে গেছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়।

ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।