মোঃ ছাবেদুল সরকার পাবনা জেলা প্রতিনিধি:-
যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মরনোত্তর দাবী চেক পাবনার ফরিদপুর উপজেলার সাংগঠনিক কার্যালয়ে থেকে প্রদান করেন।
উক্ত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন, ডাঃগৌরচন্দ্র ঘোষ,উপ-ব্যবস্হাপনা পরিচালক যমুনা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড।
বিশেষ অতিথিঃমোঃ আব্দুল হাকিম খান, সাবেক সদস্য সচিব বি এন পি ফরিদপুর উপজেলা শাখা । মোঃ আব্দুর রহিম, সহকারী ব্যবস্হাপনা পরিচালক ও ইনচার্জ, ছাইকোলা মডেল সার্ভিস সেন্টার।
মোঃ ইদ্রিস আলী মাস্টার, সাবেক সভাপতি কৃষক দল ফরিদপুর উপজেলা শাখা।
সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ গোলাম ইয়াছিন এর সভাপতিত্বে । মোছাঃ সুজাতা নাছরিন তন্নীর পরিচালনায় এ মৃত্যু দাবী চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।চেক গ্রহিতা মৃত্যু হায়দার আলী যমুনা লাইফ ইনসিওরেন্সে কোম্পানিতে একটা কিস্তি পরিশোধ করে মারা যাওয়াতে তাহার পরিবারের কাছে এক লক্ষ তিন হাজার টাকার চেক প্রদান করেন।
আরও উপস্হিত ছিলেন, নজরুল ইসলাম, ব্র্যাঞ্চ ম্যানেজার সাঁথিয়া পাবনা।
মনিরা পারভিন মুন্নী, ব্র্যাঞ্চ ম্যানেজার ফরিদপুর পাবনা।সহ বিভিন্ন ব্র্যাঞ্চ ও ইউনিট ম্যানেজার গণ উপস্হিত ছিলেন।