Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে গোয়াল ঘরে আগুন দেয় দূর্বৃত্তরা কৃষকের আহাজারি।

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-
অক্টোবর ২১, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনুই গ্রামে রিপন মিয়া নামে এক কৃষকের গোয়াল ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোর ৪টার দিকে।

এ ঘটনায় রিপন মিয়ার গোয়াল ঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং গোয়ালে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে আহত হয়েছে। আগুনে গরুসহ গোয়াল ঘর ও অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত রিপন মিয়া (৫৩), পিতা মৃত আরশাদ আলী, গ্রাম সুনুই, তিনি বলেন তারা আমার গোয়াল ঘরে আগুন দিয়েছে, সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তিনটি গরু আহত হয়েছে। তারা দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে, আমি থানায় মামলা করেছি। আমি কোনো প্রতিশোধ চাই না, শুধু ন্যায়বিচার চাই।

এ ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। আসামিরা হলেন, সোনা মিয়া (৫৮), চান মিয়া (৫৪), উভয়ের পিতা মৃত সাহেদ আলী, আবদুল আওয়াল (৩০), শরীফ আহমেদ (২০), উভয়ের পিতা চান মিয়া, ইয়াসিন (৩০), সাপায়াত (২২), উভয়ের পিতা সোনা মিয়া, সাইকুল মিয়া (৫৫), পিতা ওয়াজ উদ্দিন,সাকিব (২৩), পিতা সাইকুল মিয়া, হালিমা আক্তার (৫০), স্বামী সোনা মিয়া,রাশিদা আক্তার (৪৮), পিতা চান মিয়া, এবং পান্না আক্তার (২৫), স্বামী ইয়াসিন।

কৃষক রিপন মিয়া বলেন আমি একজন সাধারণ কৃষক খুব কষ্ট করে জীবন কাটাই,আমার যে ক্ষয় ক্ষতি হয়েছে আমি দেশ এবং প্রশাসনের কাছে সুষ্ঠ বিচার চাই।

ধর্মপাশার থানার ওসি মোঃ এনামুল হক বলেন সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দুষীদেরকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে।##

রাজু ভূঁইয়া সুনামগঞ্জ
২১/০৯/২০২৫ইং