Crime News tv 24
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনী তফসিল ঘোষণা।

admin
অক্টোবর ২৯, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালী প্রতিনিধি:-

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পটুয়াখালী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) প্রকাশিত এ তফসিলে আগামী ২৫ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের সকল কার্যক্রম পটুয়াখালী জেলা রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে সম্পন্ন হলেও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে ৯ নভেম্বর। প্রার্থীদের দাখিল ১০ নভেম্বর,  মনোনয়নপত্র বাছাই করা হবে ১৬ নভেম্বর। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৭ নভেম্বর। আপত্তি গ্রহণ করা হবে ১৭ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে ২১ নভেম্বর এবং ২৫ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের নির্বাচনে পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যরাই ভোট দিতে পারবেন।