বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাতা বার্ষিক উপলক্ষে মাগুরার শ্রীপুরে উপজেলা যুবদলের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৯ অক্টোবর বুধবার বিকালে উপজেলার শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সম্পাদক আলমগীর হাসান সোহান। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা যুবদলের আহ্বায়ক এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল। এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল ইসলাম, মাগুরা জেলা যুবদলের সদস্য সচিব ফিরোজ আহম্মেদ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা খলিলুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা র্যালীতে অংশ নেন।

