Crime News tv 24
ঢাকাবুধবার , ২৯ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

ধোপাজান নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে এনসিপির মানববন্ধন।

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:-
অক্টোবর ২৯, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জের ধোপাজান নদীসহ জেলার সকল নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ চার দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় শহরের আলফাত স্কয়ারে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ধোপাজান নদীসহ জেলার সকল নদী থেকে অবৈধ বালু লুট বন্ধ, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, সদর হাসপাতালের অপব্যবস্থাপনা বন্ধ এবং সাধারণ শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
এনসিপি নেতা মেহেদী হাসান সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ নাসিম, সদস্য শাহিনুর রহমান, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক ওসমান গণী, যুগ্ম আহ্বায়ক সাইমন, সদস্য সচিব রেজানুল হক নেহালসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ধোপাজান নদী থেকে সনাতন পদ্ধতিতে শ্রমিকদের মাধ্যমে বালু উত্তোলনের পরিবর্তে ‘লিমপিড ইঞ্জিনিয়ারিং কোম্পানি’র মাধ্যমে যান্ত্রিকভাবে রাতের আঁধারে অবৈধভাবে বালু লুট করা হচ্ছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে এবং স্থানীয় শ্রমিকরা কর্মহীন হয়ে অনাহারে দিন কাটাচ্ছেন।
তাঁরা আরও বলেন, সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীত না করায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। পাশাপাশি সদর হাসপাতালে অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ যথাযথ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপি নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সাধারণ শ্রমিকরাও মানববন্ধনে উপস্থিত থেকে দাবি সমর্থন করেন।

রাজু ভূঁইয়া
মোবা: ০১৭১২৫৯৮৫৭৫
২৯/১০/২৫