Crime News tv 24
ঢাকারবিবার , ১৭ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-
আগস্ট ১৭, ২০২৫ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

“দেশি মাছের দেশ ভরী, অভয়াশ্রম গড়ে তুলি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় খুলনার পাইকগাছায় পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

এ উপলক্ষে সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—বর্ণাঢ্য র‌্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্যচাষি ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান, “মৎস্য সম্পদের স্থায়িত্বশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব ব্যবহার” শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতের সাফল্য তুলে ধরার প্রচারাভিযান ও চিত্র প্রদর্শনী, পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষায় পরামর্শ প্রদান, “মৎস্যখাতে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়” বিষয়ক আলোচনা সভা, বিশেষ ক্রীড়া প্রতিযোগিতা (সাঁতার/কাবাডি) এবং মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্যমতে, মিঠাপানির মাছ আহরণে বাংলাদেশ ইতোমধ্যেই চীনকে টপকে বিশ্বে দ্বিতীয় এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। মৎস্য সপ্তাহের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, সম্পদ সংরক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে মৎস্য খাতের অবদান আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

“মাছে ভাতে বাঙালি”—এই শ্লোগানকে ধারণ করে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ দেশের মৎস্য খাতের সাফল্যের ধারাবাহিকতায় নতুন দিগন্তের সূচনা করবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।