গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় পুকুর পারেন জালের বেড়া ভেঙ্গে ফেলা ও পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মারার অভিযোগ উঠেছে ।
পূবাইল থানার অভিযোগসূত্রে জানা গেছে ১৫/০৮/২০২৫ ইং দুপুর ০১.৩০ ঘটিকার সময় পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ এলাকায় বাদী মোঃ আজহারুল ইসলাম (৫৭), পিতা মৃত আনছার আলী এর বাড়ির সামনে রাস্তার পাশের পুকুরে জাল দিয়ে বেড়া ছিল বিবাদীগণ ১.আলম হোসেন (৩৫), পিতা মৃত ইমান আলী, ০২. ইকবাল হোসেন (৪০), পিতা আবুল কাশেম গং সহ জায়গা জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরিয়া বাদী মোঃ আজহারুল ইসলাম এর পুকুরের চারপাশের বেড়া ভেঙ্গে পানিতে ফেলে দেয় এবং পুকুরে বিষ জাতীয় পদার্থ প্রয়োগ করে। বিবাদীগণ পুকুরে বিষ দেওয়ার কারণে পুকুরের সকল মাছ লাফালাফি করছে। এমতাবস্থায় ১ নং ও ২নং বিবাদী কে কারণ জিজ্ঞেস করলে বিবাদীগণণ বাদী মোঃ আজারুল ইসলামকে সহ তার পরিবারের সদস্যদেরকে ও অকথ্য ভাষায় গালিগালাজ পূর্বক মারপিট করার জন্য তেড়ে আসে এবং বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিবে মর্মে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে । বাদীগণ নিরুপায় হয়ে পূবাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন।
১ নং বিবাদী আলম হোসেন এর সাথে মুঠোফোনে বারবার যোগাযোগ করলে উনি মঠু ফোনটি রিসিভ করেনি ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ আমিরুল ইসলাম জানান এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।