Crime News tv 24
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হাটিকুমরুল গোলচত্বর দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছে পরিত্যক্ত গাড়ি।

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়ক দীর্ঘদিন যাবৎ দখল করে রেখেছে পরিত্যক্ত ভাঙাচোরা গাড়ি। হাটিকুমরুল হাইওয়ে থানাটি ভারা ভাবে নিয়ে চালাচ্ছেন হাটিকুমরুল হাইওয়ে পুলিশ। আর এই থানায় পর্যাপ্ত পরিমাণের যায়গা না থাকায়  এ সব গাড়ি পড়ে থেকে মহাসড়কে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

স্থানীয়রা জানান, থানার ভেতরে পরিত্যক্ত ভাঙাচোরা গাড়ি না রেখে মহাসড়কের পাশে রেখে দেওয়ায় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। কখনও কখনও এসব গাড়ির কারণে দুর্ঘটনাও ঘটছে। পরিবহন চালকদের অভিযোগ, হাইওয়ে থানার ভেতরে  জায়গা না থাকায় কারনে  মহাসড়ক দখল করে রাখা হচ্ছে গাড়িগুলো।

সিরাজগঞ্জ সড়কের ঢাকা বগুড়া মহাসড়কের পাঁচলিয়া নামক এলাকায়  মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে এসব গাড়ি পড়ে থাকায় গাড়ী পার্কিংসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে। বছরজুড়ে হাইওয়ে থানার সামনে অনেক গাড়ি পড়ে থাকতে দেখা যায়, যার বেশিরভাগই মামলাজট বা মালিক পক্ষের উদাসীনতার কারণে অপসারণ হয় না।

ফলে মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, আবার মহাসড়ক ব্যবহারকারীরাও ভোগান্তিতে পড়ছেন। মোটরসাইকেল, বাস, ট্রাক, পিকআপ ভ্যান, অটোরিকশা, সিএনজি থেকে শুরু করে ছোট বড় অসংখ্য গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে রোদ-বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে যানবাহনগুলো একেবারেই অচল হয়ে যাচ্ছে। অনেক গাড়ি চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনাও ঘটছে।

আবার এলাকাবাসীর অভিযোগ, যে গাড়িগুলোর বয়স পাঁচ বছরের বেশি, সেগুলোর আর কোনো ব্যবহার নেই। এগুলোর মূল্য তিন লাখ থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত হলেও অব্যবস্থাপনার কারণে সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে। এতে শুধু অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং সড়ক দুর্ঘটনা, মাদক বহনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও হচ্ছে।

তারা আরও বলে, আবার কিছু কিছু গাড়ী থানায় ততবীর বানিজ্যর মাধ্যমে আইনি জটিলতাকে পরোয়া না করেই বেরিয়ে যাচ্ছে এতে করে আইকে নানা ভাবে অবমাননা করা হচ্ছে।

এ প্রসঙ্গে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ  জানান, পরিত্যক্ত গাড়িগুলো মহাসড়কের  পাশে রাখা হয় না , তবে দীর্ঘদিন মামলা নিষ্পত্তি না হওয়ায় সেগুলো অপসারণ সম্ভব হয় না। আর এগুলো সার্ভিস লেনের পাশে রাখা আছে।  আদালতের আদেশ পেলে গাড়ি সরানো হবে।

এবিষয়ে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের পুলিশ সুপার শহীদ -উল্লাহ জানান, হাটিকুমরুল হাইওয়ে থানাটি ভাঙ্গে ফেলার কারনে, ভাড়া জায়গায়ে থানার কার্যক্রম চলছে তাই আমাদের নিদিষ্ট কোন ডাম্পিং ব্যবস্থা নাই তাই মহাসড়কের পাশে রাখা হচ্ছে।