Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লালমোহন হাইস্কুল সুপার মার্কেটে অগ্নিকাণ্ড, রাতের আগুনে পুড়ে ছাই-০৫ / দোকান।

ভোলা জেলা প্রতিনিধি:-
আগস্ট ১৪, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহন পৌরসভার ব্যস্ততম ব্যবসা কেন্দ্র হাইস্কুল সুপার মার্কেটে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে পাঁচটি দোকান, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি। মঙ্গলবার (১২ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে বাজারে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাজারের বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যায়।

সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো— পলি শো কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্যালারি ও নিউ রিফাত ফ্যাশন। এছাড়া ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয়, ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস বলেছে, প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তেই তা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া ও দাউদাউ শিখায় বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা সর্বস্ব হারিয়ে হতাশায় ভুগছেন এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন।