Crime News tv 24
ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আলমডাঙ্গার আইলহাঁস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক নুরুল ইসলামের বিদায় সংবর্ধনা।

খাসকররা প্রতিনিধি শিপন বুলবুল:-
আগস্ট ১৪, ২০২৫ ২:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আইল হাঁস লক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৩০ বছর ৪ মাস ১ দিন সুনামের সঙ্গে কর্মরত ইংরেজি বিভাগের শিক্ষক নুরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই আবেগঘন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক তাইজাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইল হাঁস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এছাড়া উপস্থিত ছিলেন নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীল, তিওর বিলা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম মহা, সহকারী প্রধান শিক্ষক শাহানারা খাতুন, সিনিয়র শিক্ষক মানোয়ার হোসেন, ক্রিয়া শিক্ষক ইকবাল মাহমুদ, কৃষি শিক্ষক তানভীর আহমেদ, বিজ্ঞান শিক্ষক আব্দুল খালেক, গণিত শিক্ষক মাহবুবুর রহমান, ধর্মীয় শিক্ষক আবুল কালাম আজাদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা নুরুল ইসলামের কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দক্ষতার প্রশংসা করে বলেন, দীর্ঘ সময়ের শিক্ষকতা জীবনে তিনি কখনও মেডিকেল বা অন্যান্য ছুটি গ্রহণ করেননি। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়ানো ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে তার অবদান অনন্য।

এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষককে স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। বক্তব্যে নুরুল ইসলাম সহকর্মী, শিক্ষার্থী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষক তাইজাল হোসেনের নেতৃত্বে সাজানো মাইক্রোবাস ও ছাত্র-ছাত্রীদের র‌্যালির মাধ্যমে নুরুল ইসলামকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, যেখানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।