তৌহিদ, মাগুরা জেলা প্রতিনিধি:-
মাগুরার মহম্মদপুর উপজেলায় পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৮ আগষ্ট সকাল ১০ টায় রাজাপুর মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি,মহম্মদপুর উপজেলা শাখার আয়োজনে এই সন্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি মাগুরা জেলা শাখার আহবায়ক মোঃ রাজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ গ্রুপ শিল্প পরিবার এর ব্যবস্হাপনা পরিচালক ড. আলী আফজাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির খুলনা বিভাগীয় সমন্বয়ক মোঃ জিল্লুর রহমান সিদ্দিকী, খুলনা বিভাগীয় সহ সমন্বয়ক মোঃ সেলিম ও মাগুরা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী।
মানব সেবায় পল্লী চিকিৎসকদের ভূমিকা শীর্ষক আলোচনায় প্রধান অতিথি ড. আলী আফজাল বলেন, যেখানে প্রতি হাজারে ১জন ডাক্তার থাকার কথা সেখানে আমাদের দেশে প্রতি ১০ হাজারে একজন ডাক্তার আছে যা রোগীর তুলনায় খুবই সামান্য আর এই পরিস্থিতিতে পল্লী চিকিৎসকগণ রোগীদের সেবা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
এইজন্য আমাদের উচিত পল্লী চিকিৎসকদের সঠিক ভাবে মূল্যায়ন সহ যথাযথভাবে সহযোগিতা করা। সবশেষে প্রধান অতিথি ড. আলী আফজালসম্মেলনে আগত পল্লী চিকিৎসকদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন।