নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাগজে-কলমে ৭ জন ডাক্তার থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র এক থেকে দুইজন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা
সেবা। এতে করে প্রতিদিনই চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা।
এমার্জেন্সি বিভাগেও নেই কোনো চিকিৎসক—চিকিৎসা চলছে একজন বয় দিয়ে, যা রোগীদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এতে করে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও চিকিৎসায় গাফিলতির অভিযোগও বাড়ছে।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে তিনজন ডাক্তার থাকার কথা থাকলেও কার্যত একজন দিয়ে চলছে অধিকাংশ সেবা। আরও জানা গেছে, একজন ডাক্তার ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত থাকলেও তিনি ডোমারে চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন, অথচ বেতন নিচ্ছেন ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই।
এলাকাবাসীর দাবি, দ্রুত ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ডাক্তার নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। অন্যথায় এ অব্যবস্থাপনার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলে হুঁশিয়ারি দিচ্ছে তারা