মাগুরা ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত ডাক্তার লুৎফুর রহমান ডায়াবেটিক হাসপাতালে আধুনিকায়নের অংশ হিসেবে “সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম মজিদ-উল-হক এবং জেবুন্নেছা মজিদ অপারেশন থিয়েটার” ও ইনডোর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৯ আগষ্ট সকালে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সিমিন আক্তার মজিদ। তিনি বলেন, “এই আধুনিক অপারেশন থিয়েটার ও ইনডোর সেবা চালুর মাধ্যমে মাগুরাবাসী এখন উন্নত চিকিৎসা সেবা ঘরে বসেই পাবে। এতে রোগীদের চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না।” বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর এবং যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক ছাত্রনেতা ও মেজর জেনারেল এম মজিদ উল হকের এপিএস শামসুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অতিথিরা হাসপাতালের উন্নয়নমূলক এই পদক্ষেপকে মাগুরা জেলার স্বাস্থ্যসেবার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতাল সংশ্লিষ্ট চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন অপারেশন থিয়েটার ও ইনডোর কার্যক্রম চালুর ফলে ডায়াবেটিস রোগীসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা এখন মাগুরাতেই সহজলভ্য হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। সবশেষে প্রধান অতিথি মোঃ ওবায়দুর রহমান ফিতা ও কেক কেটে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অপারেশন থিয়েটার ও ইনডোর কার্য়ক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।