Crime News tv 24
ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

আদাবরে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের ফ্রি ডাক্তার ক্যাম্পেইন অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক:-
আগস্ট ১৬, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

আদাবর নবোদয় হাউজিং-এর নন্দন ফুড কর্নারে মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারী, শিশু ও দুঃস্থদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। শনিবার, ১৬ আগস্ট সকাল ১০:৩০ মিনিট থেকে শুরু হওয়া এই ক্যাম্পে প্রায় ৩০০ জন নারী ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী এস এম মোমো। উদ্বোধন করেন ঢাকা সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড সচিব মাহবুবুল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। তিনি বলেন, “আদাবর-মোহাম্মদপুর এলাকায় হাজারো অসহায় গরীব মানুষ রয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও সপ্তাহে অন্তত দুই দিন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এমপি, মন্ত্রী বা উপদেষ্টা হওয়ার জন্য শুধু পদে বসলেই চলবে না, মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি ঢাকা-১৩ আসনে নির্বাচিত হলে সেবক হিসেবেই মানুষের অধিকার আদায়ে কাজ করবো।”


তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা আদাবরবাসীর কাছে পৌঁছে দেন এবং সকল নেতাকর্মীকে অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।
চিকিৎসা সহযোগিতা করেন জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ আবির, ডাঃ হুমায়রা, চিকিৎসাবিদ মো. ফারুক হোসেন, সাইদুর রহমান, তমাল এবং মো. রাসেল।
মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভানেত্রী আকতারি বেগম সীমা, ইলোরা ইয়াসমিন মুক্তি, সাধারণ সম্পাদিকা লায়লা আক্তার, সংগঠনের নেত্রী তাবাসসুম ইসলাম, মনিরা বুলবুল, শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও বাংলা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
এছাড়াও বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাজী নাসির উদ্দীন, আদাবর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবনসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি আলতাফ হোসেন, শফিউল্লাহ জুয়েল, ডাঃ সাঈদ আল মামুন,বিশিষ্ট ব্যাংকার মোস্তাফিজুর রহমান।

দিনব্যাপী এই ক্যাম্পে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করেন। সংগঠনের সভানেত্রী এস এম মোমো বলেন, আদাবর, মোহাম্মদপুর ও শেরে বাংলা নগর এলাকায় ভবিষ্যতে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পিংসহ সুবিধাবঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাবো। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।