চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাস কররা ইউনিয়নের রামদিয়া নসিমন তলায় ঘটেছে একটি দুঃসাহসিক চুরির ঘটনা। এলাকা সূত্রে জানা গেছে, গত রাতে রামদিয়া নসিমন তলায় অবস্থিত সমীর ট্রেডার্সের মালিক সমীর মন্ডল (৫৫)পিতা মৃত ইয়াজউদ্দিন মন্ডল, গ্রাম শ্রীনগর দীর্ঘদিন ধরে ধান-পাটের ব্যবসা করে আসছেন রামদিয়া নসিমন তলায় হঠাত গতকাল মধ্যে রাতে গোডাউনে শাটার ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে।
প্রতিদিনের ন্যায় গতকাল মাগরিবের নামাজ শেষে তিনি গোডাউন তালাবদ্ধ করে নিজ বাড়িতে চলে যান। পরদিন সকালে এসে দেখতে পান গোডাউনের শাটারের তালা ভাঙা অবস্থায় পড়ে আছে। ভিতরে ঢুকে তিনি দেখতে পান, গোডাউন থেকে বস্তা বোঝাই প্রায় ৪০ মন ধান, চোরেরা চুরি করে নিয়ে গেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি এলাকায় চুরি-ডাকাতির প্রবণতা বেড়ে গেছে, প্রশাসনের নজরদারি আরও জোরদার হওয়া প্রয়োজন।
এ বিষয়ে এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। তবে চুরির ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।