Crime News tv 24
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে নারীর কামড়ে নারী জখমের অভিযোগ।

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি:-
নভেম্বর ১, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের রামপালে সুপারি পাড়াকে কেন্দ্র করে এক নারীকে কামড়ে দিয়েছে অপর এক নারী। আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী আকলিমা খাতুন।

লিখিত অভিযোগে জানা গেছে, খান মোসলেম উদ্দিনের বৈধ ভোগদখলীয় বাগানে গত ২৭ অক্টোবর সোমবার সকাল ১০ টায় পার্শবর্তী খান এসকেন ও তার স্ত্রী আকলিমা খাতুন বহিরাগত লোকজন নিয়ে জোরপূর্বক প্রবেশ করেন। তারা সুপারি পেড়ে নিয়ে যাওয়ার সময় মোসলেমের মেয়ে আকলিমা খাতুন বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে লাবনি ও তার স্বামী লাঠি দিয়ে তাদের মারপিট করে। এ সময় লাবনী হটাৎ করে আকলিমার গালে সজোরে কামড় বসিয়ে দেন। এতে আকলিমা গুরুতর আহত হন। আহত আকলিমা জানান, তার সেনা সদস্য ভাই খান আরিফ ছুটিতে বাড়িতে আসছে। তাকে চাকরী চ্যূত করার জন্য কেস মামলা করে হয়রানির চেষ্টা করছে। তিনি দাবি করেন জমি তাদের। দলিলমূলে তারা ভোগদখল করেন। প্রতিপক্ষ ভূয়া তথ্য দিয়ে ভিটেবাড়ি রেকর্ড করে জোরপূর্বক দখলের চেষ্টা করছে। তারা আইনগত সহায়তা চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়টি জানার জন্য অভিযুক্ত খান এসকেনকে তার ব্যাবহৃত মোবাইল ফোনে বার বার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি। যে কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রামপাল থানার ওসি আতিকুর রহমান জানান, মারপিটের ঘটনার বিষয়ে উভয়পক্ষ অভিযোগ করেছেন। উভয়পক্ষ আহত হয়েছে মর্মে লিখিত অভিযোগে উল্লেখ করেছেন। আমরা তদন্ত শুরু করেছি। আইনগত ব্যাবস্থা নিবো।