ইঞ্জিনিয়ারিং কলেজ সংস্কার আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় যে, গত ১০ আগস্ট ২০২৫ তারিখ থেকে শিক্ষার্থীরা টানা অনশনে অংশগ্রহণ করে। টানা ৭৬ ঘণ্টা অনশন শেষে ১৩ আগস্ট ২০২৫ তারিখে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে সচিব মহোদয় ঘোষণা দেন যে একটি উচ্চক্ষমতা সম্পন্ন নিরপেক্ষ কমিটি গঠন করা হবে।
পরবর্তীতে ১৪ আগস্ট ২০২৫ তারিখে ৫ সদস্যবিশিষ্ট বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন:-
১. অধ্যাপক ড. সাইদুর রহমান – সদস্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
২. অধ্যাপক ড. এম. রেজওয়ান খান – প্রাঙ্গণ অধ্যাপক, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
৩. অধ্যাপক ড. এ. কে. এম. মাসুদ – আইপি বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)
৪. অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন – উপাচার্য, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)
৫. অধ্যাপক ড. মোহাম্মদ বশিরউদ্দীন – ইইই বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি
আন্দোলনকারীরা এই কমিটিকে স্বাগত জানিয়ে বলেন-
“আমরা বিশ্বাস করি, সংশ্লিষ্ট সবাই বিদ্বান, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ। দেশের ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার রক্ষার্থে তারা অবশ্যই সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন-এটাই আমাদের প্রত্যাশা।”
এছাড়াও আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দেন-
“আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওয়া পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সরকার যদি আমাদের যৌক্তিক দাবি না মানে এবং বিভ্রান্ত করার চেষ্টা করে, তবে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষার্থী একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবে।”