Crime News tv 24
ঢাকাশনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

মানবতার ফেরিওয়ালা আবদুর রহমান তপন ভাই : এক অবহেলিত অথচ অবিস্মরণীয় অধ্যায় শুভ জন্মদিন বরিশালের কৃতি সন্তান, আরট ফাউন্ডেশনের চেয়ারম্যান, তৃণমূল নেতাকর্মীদের বটবৃক্ষ।

যাকারিয়া মাহমুদ নিজস্ব প্রতিবেদক:-
নভেম্বর ১, ২০২৫ ১০:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

১ নভেম্বর ২০২৫ রচনায়ঃ- মোঃ মঞ্জুর হোসেন ঈসা

চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

রাজনীতির কঠিন সময়, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস, এবং মানবতার মশাল হাতে এগিয়ে যাওয়ার এক জীবন্ত প্রতীক হলেন — আলহাজ্ব আবদুর রহমান তপন। আজ ১ নভেম্বর তাঁর শুভ জন্মদিন। বরিশালের মাটিতে জন্ম নেওয়া এই নিবেদিতপ্রাণ মানুষটি রাজনীতির মাঠে যেমন ত্যাগী ও নির্লোভ নেতা, তেমনি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত একজন “মানবতার ফেরিওয়ালা”।

দুঃসময়ে তৃণমূলের আশ্রয় হয়ে উঠেছিলেন

২০০৭ সালের ১/১১-এর সেই ভয়াল রাজনৈতিক দুঃসময়ে, যখন দেশের রাজনীতি গুমোট হয়ে ওঠে, তখন অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। কিন্তু আবদুর রহমান তপন ভাই ছিলেন ব্যতিক্রম। তিনি ছিলেন তৃণমূল বিএনপির নেতাকর্মীদের আশ্রয়দাতা, সাহসের প্রতীক। তাঁর বাড়ির দরজা, তাঁর হৃদয়ের দুয়ার সবসময় খোলা ছিল দলের সাধারণ নেতাকর্মীদের জন্য।
তিনি ছিলেন—
একজন বটবৃক্ষ,
একজন বিশ্বাসের নাম,
একজন সাহসী রাজনীতিক,
যিনি দলত্যাগ নয়, দল রক্ষার পথ বেছে নিয়েছিলেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হামলা, মামলা, নির্যাতন ও অবহেলার শিকার হলেও, তিনি দলের পতাকা নামাননি। তাঁর জীবন যেন বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের এক অনুচ্চারিত ইতিহাস।

আজ তিনি অসুস্থ, অবহেলিত — তবুও অনড় বিশ্বাসে অটল

২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির অনেক নেতাকর্মীর ভাগ্যের পরিবর্তন হয়েছে, কেউ কেউ ফিরে পেয়েছেন রাজনৈতিক পরিসর। কিন্তু আবদুর রহমান তপন আজও নিঃশব্দে, অবহেলায়, অসুস্থ দেহে মানবেতর জীবনযাপন করছেন।
এক সময় যাঁর জন্মদিন উদযাপিত হতো জাঁকজমকপূর্ণভাবে, আজ সেই মানুষটির জন্মদিন চলে যাচ্ছে নিভৃতে।
তবুও তাঁর হৃদয়ে দলের প্রতি ভালোবাসা ও বিশ্বাস অটুট।

তাঁর নীরব অবস্থান, তাঁর চোখের পেছনের যন্ত্রণা যেন এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে —

> “ত্যাগ সবসময় স্বীকৃতি পায় না, কিন্তু ইতিহাস কখনোই ত্যাগীদের ভুলে যায় না।”

দলের প্রতি অনড় ভালোবাসা ও নেতৃত্বের অনুপ্রেরণা

বিএনপির দুঃসময়ে তিনি যাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের অনেকেই আজ দলের মূলধারায়, নেতৃত্বের আসনে। কিন্তু তিনি নিজে রয়েছেন নীরব কোণে।
তবুও তাঁর মুখে অভিযোগ নেই, ক্ষোভ নেই — আছে শুধু প্রার্থনা,

> “দল বাঁচুক, দেশ বাঁচুক, জাতীয়তাবাদ টিকে থাকুক।”

 

তাঁর রাজনৈতিক জীবনের উজ্জ্বল অধ্যায়—

আরট ফাউন্ডেশনের চেয়ারম্যান,

জিয়া সেনা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি,

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি।

এমন একজন সংগঠক, যিনি তৃণমূল থেকে নেতৃত্ব গড়ে তুলেছেন, একে একে তৈরি করেছেন শত শত নিবেদিতপ্রাণ কর্মী।

আমার স্মৃতিতে আবদুর রহমান তপন ভাই

আমি, মো. মঞ্জুর হোসেন ঈসা, তাঁকে পেয়েছি আমার রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে।
একসময় আমি দায়িত্বে ছিলাম

জাতীয়তাবাদী তাঁতী দল ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক,

খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক।

১/১১-এর সেই দুঃসময়ে তপন ভাই আমাকে বরিশালে নিয়ে যান, পাশে দাঁড়ান অভিভাবকের মতো।
সেই সময় আমার মেয়ে সপ্তম শ্রেণিতে, ছেলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
তাঁর স্নেহ ও প্রেরণায় বরিশালে দীর্ঘ ১৫ বছরের জীবনের অধ্যায় কেটে গেছে।

আজ আমার মেয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছে,
ছেলে কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছে।
তাদের জীবনের এই অগ্রযাত্রার পেছনেও তপন ভাইয়ের প্রেরণা, দিকনির্দেশনা ও আশ্রয় আছে।

তপন ভাই শুধু একজন রাজনীতিবিদ নন — তিনি ছিলেন একজন জীবন-গড়ার মানুষ।

মানবতার ফেরিওয়ালার প্রতি শ্রদ্ধা

তিনি স্বপ্ন দেখাতেন, আশার কথা বলতেন, তৃণমূলের নেতাকর্মীদের হাতে তুলে দিতেন প্রেরণার প্রদীপ।
আজ তাঁর জন্মদিনে আমরা শুধু শুভেচ্ছা জানাতে চাই না, তাঁর ত্যাগ ও মানবিকতার ইতিহাসকে স্মরণ করতে চাই।

তপন ভাই,
আপনি হাজারো মানুষের প্রেরণা, আশ্রয় ও ভালোবাসার নাম।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।
আপনার মতো মানুষই তৃণমূল রাজনীতির প্রাণশক্তি, জাতির নীরব নায়ক।

শুভ জন্মদিন আবদুর রহমান তপন ভাই

একটি জীবন, একটি ইতিহাস —
যেখানে ভালোবাসা আছে, ত্যাগ আছে,
আছে দলের প্রতি অবিচল বিশ্বাস ও মানবতার জয়গান।

মো. মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি