মাগুরায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মাগুরা জেলা শাখা। শনিবার (১৬ আগস্ট) সকালে মাগুরা জেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়।
মাগুরা জেলা ছাত্র অধিকার পরিষদ এর আয়োজনে জেলা সম্পাদক সজল মাহমুদএর সঞ্চালনায় এবং জেলা সভাপতি মুন্সী হাসিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সাধারণসম্পাদকজিহাদুল ইসলাম ইউসুফ