সালটা ছিলো ২০২৩ শের ২৮শে অক্টোবর সমাবেশে যোগ দেয়ার জন্য কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা জানিপুর ইউনিয়ন থেকে যুবদল কর্মী মোঃ খাইরুল ইসলাম ও যোগ দেন
।সময় তখন বিকাল ৩ টা বা পনে ৩টা বাজে হঠাৎ করেই গুলির আওয়াজ পর পর দুই টা গুলি তার পিঠে এসে লাগে। সে যানাই যে এখনো সেই ব্যাথা বয়ে নিয়ে বেড়াচ্ছি
সেই দিনের তার সাথে ঘটে যাওয়া কথা সাংবাদিক দের কাছে তুলে ধরেন।
২৮শে অক্টোবর ঢাকায় বিএনপি সমাবেশের ডাক দেবার সংঙ্গে সংঙ্গে আওয়ামী লীগে সমাবেশের কথা যানানো হয় বিভিন্ন সংবাদ মাধ্যমে ওইদিন বিএনপি নয়াপল্টনে এবং আওয়ামী লীগ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পাল্টা সমাবেশের প্রস্তুতি নেয়।
বিএনপি নিজ নিজ জেলায় প্রস্তুতি মিটিং করছেন এবং প্রতিটি জেলা থেকে নেতা-কর্মীদের ঢাকায় আনার নির্দেশনা দেয়া হয়েছে। ওই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে বলছেন বিএনপি নেতারা।
বিএনপি নেতাকর্মীরা দুইদিন আগেই ঢাকা আসবেন শিরোনামে খবর প্রকাশ করেছে কালের কণ্ঠ। জেলা ও উপজেলা থেকে দলের নেতাকর্মীরা ঢাকায় আসা শুরু করেন দুই দিন আগে থেকেই
বিএনপির একাধিক সূত্রের বরাত দিয়ে এই খবরে বলা হচ্ছে যে দলটির নেতাকর্মীরা বাধাহীনভাবে কীভাবে ঢাকায় আসতে পারেন ও গ্রেফতার এড়িয়ে কীভাবে থাকতে পারবেন, সে বিষয়েও নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে।

