সমস্ত পৃথিবী রাত্রির কালো চাদর মুড়ে
যখন ঘুমিয়ে পড়ে বিছানায়
নক্ষত্র খচিত চাদোয়ার আকাশ নিরব
নিথর হয়ে সমস্ত প্রকৃতির দিকে চেয়ে থাকে
তখন নিজের অজান্তে ঘরের জানালা খুলে
আমার দৃষ্টির চেও চলে যায়
সেই সুদুরের তারায় তারায় লেখা
নীল চাদোয়ায়
সেই দিকে চেয়ে আমার ঘুমহীন দু’চোখ
বেদনা আর কষ্টের গাঙে
বড়ো সাধ করে কাটতে থাকে সাঁতার
যদি ঘুমের তটিনীর তীর খুঁজে পায়
ঘুমের গান শুনার জন্য
তবু আমার আসেনা ঘুম।
গহীন রাতে আমার স্মৃতির কপোত কাপাতীর দল
তিক্ত কণ্ঠে কোলাহল করে উড়ে যায়
উড়ে যেতে থাকে
বুকের আকাশ সীমানায়
দুরে অন্তহীন দুরে!
আকুলি বিকুলি করে কতো বার করি বারন
তবুও ওরা মধ্য রাত্রে আমায় নিয়ে করে খেলা
প্রতিরাত প্রার্থনার ভঙিমায় বলি
গহীন রাতে তোমরা এসোনা
আমার ঘুমের সবুজ ফসল খেতে
হে স্মৃতির পায়রার দল
আমার আসেনা ঘুম।

