মহাজন তোমার চক্রবিধির চক্রান্তে আজ ঢংশো হচ্ছে দেশ।সাত সমুদ্র পারি দেওয়া তোমার চক্রান্তে আজ জন জীবন শেষ। শান্তি তে পুরষ্কার তাঁরাই পায় বুঝি যাঁরা চক্রান্তে থাকে বেশ।
মহাজন তোমার হারাম খাওয়া এবার করো শেষ!
ওলি আওলিয়ার দেশে মোরা পূর্বেই তো ছিলাম বেশ।
মাজার ছিলো, মন্দির ছিলো সবই তো আজ শেষ।
খুনিরা আজ আজাদী পেয়ে সব করছে শেষ।ভালো মানুষ রা আজ ঘর বাড়ি ছাড়া ভবঘুরে অশান্তির তাদের নেই শেষ। মহাজন তুমি এজিদ হইয়ো না, তোমার পাপের নেই কো শেষ। মরতে হবে ভুলে যেওনা, বাংলার মুসলিম হিন্দু উম্মাহ কে তুমি করছো আজ শেষ।
আদালত জিম্মি, থানা জিম্মি জানি এঁরা ৯০ ভাগ হারাম খোর।
যাঁদের উছিলায় অর্নমিলে তাদের করে শোষণ।
লেখক একজন কলামিস্ট।

