Crime News tv 24
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

জীবননগরে গৃষ্মকালীন পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.মো.জামাল উদ্দীন।

আকিমুল ইসলাম স্টাফ রিপোর্টার:-
অক্টোবর ২৬, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় গৃষ্মকালীন পেঁয়াজের ক্ষেত পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক(মনিটরিং ও বাস্তবায়ন) ড.মো.জামাল উদ্দীন।

রোববার(২৬ অক্টোবর) বিকাল ৩ টায় উপজেলার সন্তোসপুর গ্রামের কৃষি উদ্দোক্তা জাহিরুল ইসলামের পেঁয়াজের ক্ষেত সরজমিনে পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মৌসুমে ১০ টি ফসলের ওপর আমরা প্রণোদনা দেয়েছি।বাংলাদেশে এখন প্রায় আড়াই লক্ষ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়।বিগত বছর গুলতো আমরা পেঁয়াজ আমদানি নির্ভর ছিলাম।এর প্রধান কারন হলো আমাদের উৎপাদন কম ছিল ও আমাদের কৃষকেদের পেঁয়াজ সংরক্ষণ করতে গিয়ে ৩০-৩৫ ভাগ নষ্ট হয়ে যেতো।পেঁয়াজের উৎপাদন বৃদ্ধি করার জন্য আমরা সরকারের পক্ষ থেকে দুইটি উদ্যোগ গ্রহণ করছি।একটি হলো প্রণোদনা কর্মসূচীর মাধ্যমে পেঁয়াজের আবাদ বাড়ানো আরেক টি হলো পেঁয়াজ সংরক্ষণের জন্য আমরা আধুনিক পদ্ধতি উদ্ভাবন করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন,আপনারা জানেন দেশে এখন পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। কৃষকের নিজস্ব সংরক্ষিত পেয়াজ দিয়ে বর্তমানে বাজার নিয়ন্ত্রিত হচ্ছে।
আগামী ডিসেম্বরের প্রথমদিকে গৃষ্মকালীন পেঁয়াজ বাজারে চলে আসবে। আমরা আশা করি আমাদের আর পেয়াজ আমদানি করতে হবে না।

এসময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.মাসুদুর রহমান সরকার,জীবননগর কৃষি কর্মকর্তা মো.আলমগীর হোসেন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানা ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো.ইয়াছিন আলী।