খুলনা নগরীর অভিজাত রেস্টুরেন্টে শনিবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। “মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট” সম্পর্কিত আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক ব্যক্তিত্ব মোল্লা শওকত হোসেন বাবুল, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট আইনজীবী এস এম মাসুদুর রহমান। সভায় বক্তারা বলেন, মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট প্রকল্প শুধু আবাসন নয়, এটি একটি আধুনিক ও পরিকল্পিত নগরায়ণের প্রতীক হতে পারে। তারা প্রকল্পের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উদ্যোক্তা, ব্যবসায়ী , রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট’ এর পার্টনার সেলসৃ এন্ড মার্কেটিং অফিসার মোঃ মাজাহার ইসলাম , শেয়ার হোল্ডার, মোঃ গোলাম আব্বাস সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুপালী ব্যাংক লিঃ হেড অফিস ঢাকা,
মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদ হাসান, সরদার আহসান হাবীব, মোঃ তৌহিদুর রহমান মিলন, সাংবাদিক সাইফুল ইসলাম প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদ আলম খুশু। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিশিষ্ট সাংবাদিক মোঃ আব্দুর রহিম। অনুষ্ঠানে মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট’ এর বিভিন্ন কার্যক্রম এবং পরিকল্পিত স্থাপনার নকশা ও কম্পোজিশন সহ প্রজেক্টেরের মাধ্যমে প্রেজেন্টেশন করেন মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট র এর সেলসৃ ডেভেলপমেন্ট ম্যানেজার মোঃ তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট’ শেয়ার হোল্ডার গ্রহণ করে মাতৃভূমি পরিবারের সদস্য হন। অনুষ্ঠান শেষে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ কে স্বাগত জানান মাতৃভূমি সিটি ও মাতৃভূমি রিসোর্ট’ এর পার্টনার জনাব মোহাম্মদ মানজারুল ইসলাম।

