নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রকাশ্যে দিনের আলোতে আবুল কালামের রোপণ করা বিভিন্ন জাতের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। পূর্বশত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার খলিশাউর ইউনিয়নের প্রতাবপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আবুল কালাম চার জনের নামে পূর্বধলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগকারী আবুল কালাম জানান, তিনি উত্তরাধিকার সূত্রে এই জমির মালিক। ২০২২ সালে সড়ক বিভাগের ‘শ্যামগঞ্জ-জারিয়া-বিরিশিরি-দুর্গাপুর জেলা মহাসড়ককে জাতীয় মানে উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের জন্য নেত্রকোনা জেলা প্রশাসন থেকে সম্পত্তি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ তাঁকে নোটিশ দেওয়া হয়। এর পর থেকেই চাচাতো ভাই সোহেল তাঁর সঙ্গে এই জমি নিয়ে বিরোধ শুরু করেন। বর্তমানে জমিজমা বাটোয়ারা সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। কালামের অভিযোগ, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাঁর চাচাতো ভাই সোহেলসহ তিন-চারজন মিলে জমির পাশে রোপণ করা সুপারি, পেয়ারা, লেবু ও কলাগাছ কেটে ফেলে এবং দেশীয় অস্ত্র-সস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেয়।
সরেজমিনে দেখা যায়, জমির পাশে রোপণ করা ছোট ও মাঝারি আকারের প্রায় ২০টি সুপারি গাছের চারা, একটি পেয়ারা ও একটি লেবু গাছ এবং ১৫টি কলাগাছ কাটা অবস্থায় পড়ে আছে।এ বিষয়ে অভিযুক্ত সোহেল মিয়া বলেন, ওই জায়গাটি তাঁদের। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি গাছগুলো কেটেছেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নূরুল আলম জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ এসেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

