মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি গাজীপুর:-
গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উন্মুক্ত থাকা শেষ জিরাফটির মৃত্যু হয়েছে। পার্কে অসুস্থ হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিরাফটি।
শনিবার দুপুরের দিকে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,’ সপ্তাহ খানেক ধরে জিরাফটি অসুস্থ ছিল। বিষয়টি জানার পর একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরীক্ষা–নিরীক্ষায় দেখা যায়, জিরাফটি টিউবারকিউলোসিস (টিবি) রোগে আক্রান্ত ছিল। মৃত জিরাফটিকে নিয়ম অনুযায়ী মাটি চাপা দেওয়া হয়েছে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ জানায়, জিরাফের মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ গত শুক্রবার বিকেলে ওই সাধারণ ডায়রি করেন। এতে বলা হয়, আফ্রিকান ওই পূর্ণবয়স্ক স্ত্রী জিরাফটি ২৩ অক্টোবর বিকেল ৪টার দিকে মারা যায়। পরে মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে ময়নাতদন্ত সম্পন্ন করেন।
ময়নাতদন্তে অংশ নেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. গোলাম হায়দার এবং গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার জুলকার নাইন। তাদের দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, টিবি রোগে আক্রান্ত হয়ে মারা গেছে জিরাফটি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক যায়যায়দিনকে বলেন, ‘ সাফারি পার্কে জিরাফের মৃত্যুর ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এতে অসুস্থতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমরা তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি।’
উল্লেখ:- ২০১৩ সালে পার্কে দেশী-বিদেশী মিলিয়ে প্রায় ১২ টি জিরাফ ছিল। দায়িত্ব অবহেলা ও অসুস্থ হয়ে একের পর এক প্রাণীর সাথে মারা যেতে থাকে জিরাফও। ২০১৭ সাল পর্যন্ত এর সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে জিরাফ। সবশেষে থাকা একমাত্র জিরাফের মৃত্যুতে পার্ক শূন্য হলো জিরাফ।

