ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘোড়িয়া হাতিয়া সার্বজনীন শ্মশান ঘাট রাতের আধারে কেবা কাহারা দোকান ঘর তুলে দখল করে
তারই প্রতিবাদে রবিবার ২৬ অক্টোবর সকালে ঐএলাকার নারী পুরুষ প্রায় ১হাজার উপজেলা চত্তরে এসে ঘন্টা ব্যাপী মানব বন্দন ও বিক্ষোভ করেন। পরে তারা উইএনও’র বরাবরে স্মারকলিপি দেন।
এসময় শ্মশান ঘাটের সভাপতি অচিন্ত কুমার রায় বক্তব্য রাখেন।
আরও বক্তব্য রাখেন শ্মশান ঘাটের
সাধারণ সম্পাদক নবদ্বীপ কুমার রায়, সবুজ চন্দ্র রায় প্রমুখ।
এসময় বক্তারা বলেন ২৪ ঘন্টার মধ্যে দখল দারদের উচ্ছেদ না করলে আবারও তারা মানব বন্দন
ও বিক্ষোভ করবেন বলে বক্তব্যে বলেন।

