“কৃষিই সমৃদ্ধি”—এই স্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে শীতকালীন শাকসবজির বীজ ও সার সহায়তা বিতরণ অনুষ্ঠান।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাগড়াছড়ি পার্বত্য জেলা। ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য জমিতে শীতকালীন সবজি চাষে উৎসাহিত করতে এই সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি বলেন,
সরকার কৃষকবান্ধব নীতি গ্রহণ করেছে। মাঠ পর্যায়ে কৃষকদের হাতে উন্নতমানের বীজ ও সার পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষক যদি প্রযুক্তি ও সহায়তার যথাযথ ব্যবহার করতে পারেন, তবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কৃষি অফিসার কামরুজ্জামান সুমন। তিনি বলেন,
শীতকালীন শাকসবজি চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। আমাদের লক্ষ্য—প্রতি বাড়িতে সবজি উৎপাদনের মাধ্যমে পুষ্টি ও আর্থিক উন্নতি নিশ্চিত করা।”
এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল রানাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষক প্রতিনিধিরা।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। উপস্থিত কৃষকরা সরকারি এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

