আমরা সবাই ডিমলাবাসী তুহিন ভাইকে ভালোবাসী, এই স্লোগান সামনে রেখে নীলফামারীর ডিমলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ডিমলা উপজেলা শাখা ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ অক্টোবর (শনিবার) বিকেলে আবিউন্নেছা দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে নাউতারা ইউনিয়ন শাখা বিএনপির উদ্যােগে ওয়ার্ড পর্যায় সদস্য সংগ্রহ অভিযান ও জনসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন- মোস্তফা হক প্রধান বাচ্চু, আহবায়ক সদস্য সংগ্রহ অভিযান ডিমলা উপজেলা ও যুগ্ম আহবায়ক জেলা বিএনপি নীলফামারী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির উপদেষ্টা ও ডিমলা উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যাপক রইছুল আলম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির মহিলাদলের সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপি সম্মানিত সদস্য শেফাউল জাহাঙ্গীর শেপু, মোক্তার হোসেন, জেলা বিএনপি সপ্তর সম্পাদক নুরুজ্জামান নুরু, জেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ও উপজেলা বিএনপি সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
এছাড়া উপস্থিত ছিলেন, শামসুল হুদা, আতিকুজ্জামান বিন্জু, এ্যাডঃ নুরুল হক, আব্দুর রশিদ স্বপন, আমিনুল ইসলাম, আমিনুজ্জামান গাজী, আরিফুল ইসলাম লিটন, হেলাউদ্দিন হেলাল, প্রভাষক কামরুজ্জামান, আলহাজ্ব মইনুল হক, সাইফুল ইসলাম সহ উপজেলার সাবেক নেতৃবৃন্দ ও নাউতারা ইউনিয়ন শাখা বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সদস্য সংগ্রহ অভিযান জনসমুদ্রে পরিনত হয়েছে।
বক্তারা বলেন, জনগণের পাশে থেকে প্রতিটি নেতাকর্মীকে আরও মজবুত হতে হবে। নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে সুসংগঠিত করাই হলো এই অভিযানের মূল লক্ষ।
সঞ্চালনা করেন, জেলা বিএনপি সদস্য মোক্তার হোসেন।

