Crime News tv 24
ঢাকারবিবার , ২৬ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতী গরু সহ আটক-০১

মীর জুবাইর আলম হবিগঞ্জ প্রতিনিধি:-
অক্টোবর ২৬, ২০২৫ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ ৫৫  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে চোরাচালানী ভারতীয় গরুসহ ১ জন আসামী আটক করেছে। যার মোট সিজার মূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতীয় গরু প্রবেশ করবে। উক্ত সংবাদের প্রেক্ষিতে সিন্দুরখান বিওপি’র একটি বিশেষ টহলদল অদ্য ২৫ অক্টোবর সকালে রাজঘাট ভাঙ্গা ব্রীজ এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক ১১.০০ ঘটিকায় টহলদল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ০৪ টি গরুসহ  ০১ জন আসামী আটক করেছে। আসামীর পরিচয় মোঃ আব্দুল্লাহ (৪০), পিতাঃ আব্দুর রহমান, গ্রামঃ সাইটুলা, পোষ্টঃ জানাউড়া, থানাঃ শ্রীমঙ্গল এবং জেলাঃ মৌলভীবাজার।

হবিগঞ্জ ৫৫ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: তানজিলুর রহমান বলেন, “যেকোনো ধরনের অবৈধ চোরাচালানের এবং সীমান্ত এলাকায় মাদক কারবারীদের বিরুদ্ধে হবিগঞ্জ বিজিবি সব সময় শক্ত ভূমিকা পালন করে আসছে। বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত সুরক্ষাসহ চোরাচালান ও মাদক বিরোধী প্রতিটি অভিযান ও সীমান্ত সংক্রান্ত অপরাধ দমন করার পাশাপাশি জনগণের আস্থা অর্জন করে সীমান্তবর্তী সর্বসাধারণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে। সীমান্ত অপরাধ শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য বিজিবির নিরলস চেষ্টা এবং অভিযান অব্যাহত থাকবে।”

আটককৃত ভারতীয় চোরাই গরুসহ আসামীকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে শ্রীমঙ্গল থানায় সোপর্দ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য চোরাকারবারী ও মাদক পাচারকারী চক্রকে শক্ত হাতে দমন ও আটক করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার  ব্যপারে আহবান জানিয়েছেন।