মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নকল ,ভেজাল ও নিন্মমানের শিশু খাদ্য পাওয়া যাওয়ার কারনে দুই ব্যাবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ২৩ অক্টোবর দুপুরে জেলা শহরের জামরুলতলায় খাদ্যপণ্য, মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় মেসার্স ভাই ভাই স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিতে নকল ,ভেজাল ও নিন্মমানের শিশু খাদ্য পাওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল সরদারকে ৩০ হাজার টাকা এবং একই অপরাধে মামুন স্টোর নামের প্রতিষ্ঠানের মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। অভিযানে ০২টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন মাগুরা জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।