বাংলাদেশের নদী ও পরিবেশ সংরক্ষণে সাংবাদিকতার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি)’র উদ্যোগে শনিবার দিন ব্যাপী রাজধানীর লালমাটিয়ায় এডিএসসি প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ভুমি, কৃষি ও পরিবেশ টেকসই সমাধান সম্পর্কে আলোচনা করেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা। কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন এএলআরডি’র প্রোগ্রাম অফিসার মির্জা আজিম হায়দার, শঙ্কর বড়ুয়া। এতে বাংলাদেশের নদ-নদীর বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ বিষয় আলোচনা করেন রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন। নদ-নদী ও জলাশয় সংরক্ষণে আইন ও নীতি সম্পর্কে আলোচনা করেন এএলআরডি’র প্রোগ্রাম ম্যানেজার সানজিদা খান রিপা। নদী ও পরিবেশ বিষয়ক সাংবাদিকতা চ্যালেঞ্জ ও সম্ভবনা নিয়ে আলোচনা করেন প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান। এতে দেশের বিভিন্ন জেলা থেকে ২৫ জন সংবাদিক অংশ নেয়।