বাগেরহাটের রামপালে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অভিজিৎ চক্রবর্তী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার, রামপাল পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মো. কামাল হোসেন, ওসি (তদন্ত) প্রদীপ কুমার, এআরডিও মো. হাবিবুর রহমান, রামপাল সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মো. তাহিদুল ইসলাম, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা প্রমুখ। সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। তবে মাদক নির্মূলে আরো বেশী তৎপরতা বাড়ানোসহ বিভিন্ন অসংগতি দূরিকরণে সবাইকে আরো বেশি নজরদারি বাড়ানোর আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।