Crime News tv 24
ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় বিশ্ব পরিসংখ্যান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

শিমুল রেজা নিজস্ব প্রতিবেদক:-
অক্টোবর ২০, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের কোর্টমোড় প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক শরিফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে সঠিক তথ্য অপরিহার্য। তেতুল শেখ কলেজের প্রভাষক মো. রমিজ রায়হান সরকারি কলেজগুলোতে পরিসংখ্যান শিক্ষা চালুর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “যেকোনো পরিকল্পনা প্রণয়নে নির্ভরযোগ্য তথ্য দরকার, আর এসব তথ্যের প্রধান উৎস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মাঠপর্যায় থেকে সংগৃহীত এসব তথ্য দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, জেলা কৃষি প্রকৌশলী আনোয়ার হোসেন, টিটিসি উপপরিচালক মুছাব্বেরুজ্জামান, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিল্লাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীবৃন্দ।