Crime News tv 24
ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

খুলনা দৌলতপুর বিজেএ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন, বিএনপি নেতা ‎ইমাম’সহ ১২ জন বিজয়ী।

‎মহিদুল ইসলাম (শাহীন) খুলনা প্রতিনিধি:-
অক্টোবর ১৯, ২০২৫ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জুট এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন;আলমগীর প‍্যানেল বিজয়ী। ‎গতকাল ১৮ ই অক্টোবর শনিবার উৎসবমুখর পরিবেশে দেশের কাঁচা পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ)-এর ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে এক যোগে বিজেএ’র নারায়ণগঞ্জ এবং খুলনার দৌলতপুর অফিসে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্ন বিরতির পর

বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়েছে। ‎‎বিজেএ নির্বাচন বোর্ড সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩১৭ জন। এর মধ্যে খুলনার দৌলতপুর বিজেএ ভবনে ভোট দেন ২৫৫ জন, এবং বাকি ৬২ জন ভোট দেবেন নারায়ণগঞ্জ বিজেএ ভবনে। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
‎‎খন্দকার আলমগীর হোসেন ও টিপু সুলতান নেতৃত্ব দিয়েছেন একটি প্যানেলে। এ প্যানেলের

বিজয়ী হয়েছেন- মোঃ ফরহাদ আহম্মেদ আকন্দ,এস এম সাইফুল ইসলাম পিয়াস, শামীম আহম্মেদ,খন্দকার আলমগীর কবির,এস এম মনিরুজ্জামান পলাশ,মোঃ ‎খাইরুজ্জামান, মোঃ কুতুব উদ্দিন, শেখ ইমাম হোসেন,এস এম হাফিজুর রহমান,বদরুল আলম (মার্কিন),মোঃ তারেক আফজাল,এইচ এম প্রিন্স মাহমুদ,মোঃ তোফাজ্জল হোসেন,‎মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া,

মোঃ নুর ইসলাম,‎মোঃ আলমগীর খান,রনজোন কুমার দাস ও
‎এস এম সাইফুল ইসলাম।
‎৩১৭ জন সাধারণ সদস্যের ভোটে অর্ডিনারি ক্যাটাগরির ১২ জন সদস্য নির্বাচিত হন।  ৬ জন অ্যাসোসিয়েট সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ২০ অক্টোবর সোমবার পরবর্তীতে অর্ডিনারি ও অ্যাসোসিয়েট সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন। ‎প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন সুষ্ঠু,

সুন্দর ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। অন্য দিকে নির্বাচন চলাকালীন সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড,শফিকুল আলম মনা, ওয়ার্ড বিএনপি সভাপতি এবং ওএমএস ডিলার মোঃ খবির হোসেন,যুবদল নেতা ওএমএস ডিলার গোলাম সামদানী,ওএমএস ডিলার ও যুবনেতা শেখ রওশন মুস্তাফিক (নয়ন), ওএমএস ডিলার আরমান শিকদার সেন্টু এবং স্হানীয় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।