জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ১৮ অক্টোম্বর শনিবার এক গুরুত্বপূর্ণ নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশের সভাপতিত্ব মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ শহিদুল ইসলাম এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। জনগণের দোয়া ও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ দাড়িপাল্লার বিজয় নিশ্চিত হবে।
তিনি উপস্থিত সবাইকে দাড়িপাল্লার পক্ষে জনমত গঠনের জন্য উদাত্ত আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মোঃ গোলাম কিবরিয়া মন্ডল,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার,সহকারী সেক্রেটারী আবু রায়হান।
এছারাও বক্তব্য রাখেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ, ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাতি মোঃ আবু জার গিফারী, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ শাকিব হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।।
বক্তারা,উপস্থিত সবাইকে দাড়িপল্লার বিজয়ের জন্য মাঠে-ময়দানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।