হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন গত ১৮-১০-২০২৫ রোজ: শনিবার ,বাদ আছর বাসুল্লা বাজার। ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো: নুরুল ইসলাম (সাজল) এর সভাপতিত্বে ও ইউনিয়ন টিম সদস্য মাওলানা ছালেক মিয়ার পরিচালনায় ১,২ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কমিটি গঠন করাহয় এতে উপস্থিত বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা টিম সদস্য মো: খলিলুর রহমান , টিম সদস্য মো: আজিজুর রহমান রুবেল , আলতাফ হুসাইন সবুজ প্রমুখ।
এতে সবার মতামতে ১ নং ওয়ার্ড বাসুল্লা কেন্দ্র কমিটি নির্বাচিত হন সভাপতি হাজী: তাহির মিয়া সেক্রেটারী মাও: ছালেক মিয়া ও ২নং ওয়ার্ড আলীনগর সভাপতি আব্দুল মালেক তালুকদার সেক্রেটারী মো:মো:আব্দুল রহিম। ইউনিয়ন সভাপতি মো:নুরুল ইসলাম সাজল তার বক্তব্যে বলেন সারা দেশে আলোর ঝলকানি দেখা যাচ্ছে,ছাত্ররা যেহেতু বিশ্ববিদ্যালয়ে শিবির চিনতে পেরেছে, তাদের অভিভাবকগণও আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতিক ছিনবে ইনশাআল্লাহ , আমরা আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা প্রতিযোগিতা করে বিজয় নিশ্চিত করতে সবার সহযোগিতা চাই।