১৮ অক্টোবর ২০২৫ (শনিবার): দেশের শিক্ষক সমাজের চলমান আন্দোলন ও ন্যায্য দাবি আদায়ের প্রতি সংহতি জানিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনডিপি) একটি বিবৃতি দিয়েছে। দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা শনিবার (১৮ অক্টোবর) যৌথভাবে প্রদত্ত এক বিবৃতিতে বলেন,
“শিক্ষক হচ্ছেন মানুষ গড়ার কারিগর। তাদেরকে শুধু সম্মান দিলে চলবে না—অর্থনৈতিক মুক্তি দিতে হবে। যারা শ্রেণিকক্ষে ছাত্রদের পড়ানোর কথা, তারা আজ রাজপথে নিজেদের অধিকার আদায়ের জন্য মার খাচ্ছেন—এটা জাতির জন্য লজ্জার।”
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন,
দেশের ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করতে যে শিক্ষকরা সারাজীবন নিবেদিত থাকেন, তাদের বেতন-ভাতা, পদোন্নতি, মর্যাদা ও চাকরির নিরাপত্তা নিয়ে আজও অনিশ্চয়তা বিদ্যমান। সরকারের উচিত হবে দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ বৃদ্ধি করা।
এনডিপি নেতারা আরও বলেন,
“শিক্ষকরা কেবল পেশাজীবী নন—তারা জাতির বিবেক। তাদের দাবি অবহেলা করা মানে ভবিষ্যৎ প্রজন্মের অধিকার অস্বীকার করা। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—অবিলম্বে শিক্ষকদের প্রতি অন্যায় আচরণ বন্ধ করে তাদের প্রাপ্য মর্যাদা ও আর্থিক সুবিধা নিশ্চিত করা হোক।”
বিবৃতিতে এনডিপি শিক্ষক সমাজের চলমান আন্দোলনে ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং শান্তিপূর্ণ উপায়ে সমস্যার দ্রুত সমাধান কামনা করে।
দলটি আরও আশাবাদ ব্যক্ত করে যে, শিক্ষকদের মর্যাদা রক্ষা ও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে জাতীয় ঐক্য গড়ে তোলা সময়ের দাবি।