মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. সাইদুর রাজ্জাক টোটনের পক্ষ থেকে সমিতির সদস্যদের মধ্যে ২০২৬ সালের ডায়েরি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ১৬ অক্টোবর-২০২৫ দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে এই ডায়েরি বিতরণ অনুষ্ঠিত হয়েছে,মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন অনুষ্ঠানে উপস্থিত থেকে সদস্যদের হাতে ডায়েরি তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর আইনজীবী সমিতির সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস. এম. সাইদুর রাজ্জাক টোটন, অ্যাডভোকেট আসাদুজ্জামান, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন, অ্যাডভোকেট আদিল করিম, অ্যাডভোকেট সাইদুর রহমান রিপন, অ্যাডভোকেট খুরশিদা রহমানসহ মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।