পাবনা জেলায় ফরিদপুর উপজেলার রাজবাড়ীতে উপজেলা প্রশাসন ভবনের সামনে মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০% বাড়ীভাড়া ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের উপর লাঠিচার্জ এবং মিথ্যা আশ্বাস দেওয়ার প্রতিবাদে এমপিওভুক্ত শিক্ষক – কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগন সহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।বক্তৃতায় শিক্ষকগন বলেন বর্তমান উর্দ্ধগতি বাজার মুল্যের ও বাড়ীভাড়া অনেক হওয়াতে এই সল্প বেতনে শিক্ষক – কর্মচারীদের জীবনমান নিম্নস্তরে অতিবাহিত করতে হচ্ছে। তারা আরও বলেন রাষ্ট্রের সকল প্রজার ন্যায় আমাদের মৌলিক অধিকার খাদ্য, বস্ত,বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা এই সল্প বেতনে সবই ব্যাহত হচ্ছে। সমাজে আমরা নিম্নমানের জীবন যাপন করছি।তাই পূর্বের আন্দোলনে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি বস্তবায়নের জোর দাবী করছি।পরিশেষে মানববন্ধনের সভাপতি আল্লাহ – আবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী মোর্তজা বলেন দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে কটর কর্মসূচী দেয়া হবে ।