Crime News tv 24
ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

দুটি পা অচল, তবুও থামাতে পারেনি তাকে।

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ-
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

জন্ম থেকেই দুটি পা অচল।শাররীরক এই প্রতিবন্ধকতা তবু হার মানাতে পারেনি জন্ম প্রতিবন্ধী তাওহিদকে। মা-বাবা হারা তাওহিদ নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের জগন্নাপুর এলাকার বর্তমানে অবস্খান করেন বিশা ইউনিয়নের নন্দীগ্রাম বোনের বাড়িতে। শাররীক অক্ষমতা ও পারিবারিক দারিদ্রতা তাওহিদ প্রাতিষ্ফানিক পড়া শোনা আটকিয়ে রাখতে পারেনি। পড়াশোনার অদম্য ইচ্ছে শক্তি নিয়ে সে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা-দুটি অচল হলেও দুটি ঠেঙ্গার (লাঠির উপর ভর করে প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওযা করে চালিয়ে যাচ্ছে পড়া শোনা। সে এখন সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। স্থানীয়রা মনে মনে করছেন অনেক প্রতিবন্ধীর তাওহিদ আশার প্রেরণা। তাওহিদ এর বাবা একজন দিন মজুর ছিলেন। সামান্য আয় দিয়েই কোন মতো চলতো৫ সদস্যের সংসার। কয়েক বছর হলো নিয়তির পরিহাস বাবা- মা মারা যান। তার পর থেকে বড় বোনের বাড়িতেই থাকে তাওহিদ। বড় বোন রেজিয়া আক্তার অভাবের ভার নিয়েও তার ভরণপৌষন ও পড়াশোনা করাচ্ছেন। এই টানা পোড়নের সংসারে রেজিয়া আক্তার ছোট ভাই তাওহিদের পরিচর্যা ও পড়াশোনার অদম্য আগ্রহেত অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।তাওহিদের বোন রেজিয়া আক্তার বলেন, একেতো আমার অভাবের সংসার তার ওপর আমার ছোট ভাই লেখা পড়া করতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে। তার দুটি পা অচল হওয়ায় চলাফেরা, সকল কিছু আমাকেই করতে হয়। তার পর আমার বা-মা মরা আমার ছোট তাওহিরে ইচ্ছায় আমি তাকে লেখাপড়া করাচ্ছি।তারও ইচ্ছা লেখাপড়া করে েএকজন সরকারি কর্মকর্তা হওয়ার।তিনি আরো বলেন, আমার মা-বাবার মৃত্যুর পর থেকে আমি আমার ছোট ভাইকে আমার বাড়িতেই নিয়ে এসে ছি।কিন্তু আমার অভাবের সংসারে আমার চলতেই খুবই কষ্ট হয়। এদিকে আমার মা-বাবা হারা প্রতিবন্ধী ভাইয়ের তাওহিদের লেখাপড়া খরচ চালাতে হচ্ছে। যদি সরকারী কোনো সুযোগ-সুবিধা পাওয়া যায় তা হলে তাওহিদের লেখাপড়া চালিয়ে যেতে কোনোবাধা থাকবে না। স্থানীয় শামিম বাবু বলেন, দুই পা অচল অবস্থায় জন্ম নিয়েছিল তাওহিদ পড়াশোনা করতে তার কোনো অসুবিধা হয়।তবে চলাফেরা করতে পারে না। লাঠি (ঠেংগার উপর ভর করে চলতে হয় সে তার এই শাররীক প্রতিবন্ধকতাকে জয় করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। পড়াশোনার প্রতি তার অদম্য ইচ্ছা।সে নিয়মিত স্কুলে-আসা –যাওয়া করে। সে একজন মে ধাবী ছাত্র।তাওহিদের স্কুল শিক্ষকরা জানান, তাওহিদ প্রতিদিন নিয়ম মাফিক স ্কুলে আসা-যাওয়া করে।সে লেখা পড়ায় অনেক ভালো। সমাজের বিত্তবান তাওহিদের সাহায্যে এগিয়ে এলে সে অনেক দূর এগিয়ে যেতে পরেবে।

প্রতিবেদনঃ- কামাল উদ্দিন টগর
নওগাঁ জেলা প্রতিনিধি
ক্যামেরায়ঃ শাহরিয়া আহম্মেদ সাদিক।