Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ২৮ অক্টোবর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় অভিভাবক নির্বাচন: আওয়ামী লীগ সমর্থকদের বড় জয়।

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার ১১ নং ইতনা ইউনিয়নের পাংখাচ্চর গ্রামে অবস্থিত শতদল মাধ্যমিক বিদ্যালয়ে সাধারণ অভিভাবক সদস্য পদে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও সহকারী শিক্ষা অফিসার নাসিম।

নির্বাচনে ১৬২ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৪২ জন। প্রতিদ্বন্দ্বিতা করেন মোট সাতজন প্রার্থী।
তারা হলেন: মো. কাজী জাফর, মো. কামাল শেখ, মো. নিজাম মোল্লা, মো. করমান মুন্সী, মো. রফিকুল ইসলাম, মো. সিপাত বিশ্বাস ও মো. সেলিম সরদার।

ঘোষণা করা ফলাফলে পাংখারচর গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিপাত বিশ্বাস সর্বোচ্চ ৮৮ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন।

দ্বিতীয় স্থান অর্জন করেন মো. কামাল শেখ (৭৯ ভোট), তৃতীয় হন বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের মো. রফিকুল ইসলাম (৬৭ ভোট) এবং চতুর্থ হন মো. সেলিম সরদার (৬৫ ভোট)।

বিজয়ী চারজনের মধ্যে তিনজনই আওয়ামী লীগ সমর্থিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়দের মতে, ফলাফল থেকেই স্পষ্ট যে ভোটারদের আস্থায় বড় ব্যবধানে এগিয়ে আছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

তবে বিরোধী প্যানেলের কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তারা নানারকম বাধার মুখে পড়েছেন এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে একজনকে প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। অভিযোগের বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টরা কোনো মন্তব্য করেননি।

নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান প্রিজাইডিং অফিসার।