ময়মনসিংহজেলার হালুয়াঘাট থানার আয়োজনে আসন্ন শারদীয় দুর্গা পুজা/২০২৫ সুষ্ঠু ও নির্বিঘ্নে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হালুয়াঘাট উপজেলার নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দির কমিটির সভাপতি – সম্পাদকবৃন্দ ও সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা আজ ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাগর সরকার, এএসপি, হালুয়াঘাট সার্কেল। উক্ত সভায় সভাপতিত্ব করেন হাফিজুল ইসলাম হারুন, অফিসার ইনচার্জ, হালুয়াঘাট থানা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজন চন্দ্র পাল, পুলিশ পরিদর্শক (তদন্ত), হালুয়াঘাট থানা সহ বিভিন্ন ইউনিয়নের বিট অফিসারবৃন্দ।