Crime News tv 24
ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অন্যন্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. ফিচার
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. মতামত
  12. রাজনীতি
  13. রান্না
  14. রাশিফল
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

রোপা আমন ফসলে ব্লাষ্ট রোগ ও বাদামী গাছ ফড়িং প্রতিরোধে মাঠ পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

সাগর আহমেদ জজ,, নেত্রকোনা প্রতিনিধি:-
সেপ্টেম্বর ৯, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনার পূর্বধলায় নারায়ণডহর ব্লকের বিভিন্ন ওয়ার্ডে মাঠে দণ্ডায়মান রোপা আমন ফসলে ব্লাষ্ট রোগ, বাদামী গাছ ফড়িং এবং ইঁদুরের আক্রমণ প্রতিরোধে কৃষকদের সচেতন করতে সম্প্রতি একাধিক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এসব সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোবায়ের হোসেন। তাঁর সঙ্গে ছিলেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার এবং সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
সভায় কৃষকদের উদ্দেশ্যে ব্লাষ্ট রোগের লক্ষণ, প্রতিরোধমূলক ব্যবস্থা, বাদামী গাছ ফড়িংয়ের বিস্তার ও নিয়ন্ত্রণ কৌশল এবং ইঁদুর নিধনের কার্যকর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষি কর্মকর্তারা সরাসরি মাঠে উপস্থিত থেকে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তাঁরা রোগ প্রতিরোধে সমন্বিত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেন।
এই সচেতনতামূলক কার্যক্রমকে কৃষকরা আন্তরিকভাবে গ্রহণ করেছেন। তাঁরা জানান, মাঠ পর্যায়ে কৃষি বিভাগের এমন উদ্যোগ তাঁদের ফসল রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
কৃষি বিভাগের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়েছে।