খুলনার রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ট্রাক দুর্ঘটনায় চালক বিল্লাল (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর রাত ২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, একটি মালবাহী ট্রাক আলাইপুর বড় ব্রিজের ঢালু থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে প্রবেশ করে।
এ সময় গাড়ি চালাচ্ছিল ওই ট্রাকের হেলপার। সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি, গাছ ও ইটের পাজায় ধাক্কা দেয়।
এতে বিদ্যুৎ লাইনের ক্ষয়ক্ষতি হয়। ওই গাড়ির মালিক ও ড্রাইভার বিল্লাল ঘটনাস্থলেই মারা যায়। গাড়ির ড্রাইভার বিল্লাল হলেও আজ গাড়ি চালিয়েছে তার হেলপার।
বিল্লালের বাড়ি যশোর জেলার মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামে। তার গাড়ির নম্বর যশোর-ট ১১-৫৬৩৫। ট্রাকটি সেনের বাজারে কোম্পানির মাল ডেলিভারি দিয়ে ফকিরহাট অভিমুখে যাচ্ছিল। এমতাবস্থায় আলাইপুর বাজারে দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, দুর্ঘটনায় বিল্লাল নিহত হয়েছেন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।